ভালোবাসা দেহের জন্য নয়
ভালোবাসা দেহের জন্য নয়
ভালোবাসা দেহের সাথে দেহের নয়
মনের সাথে মনের মিলন ,
ভালোবাসা এক স্নিগ্ধ আলয়
দুটি আত্মার পরম সুখ বাস ।
চারটি চোখের আন্তরিক চাহনি
একে অপরের হাতে হাত রেখে
মনের অভিব্যক্তির প্রকাশ ।
শরীর থেকে আঁচল সরিয়ে দেওয়ার নাম
কখনোই ভালোবাসা নয় ,
আঁচল দিয়ে সযত্নে শরীর ঢেকে
আপন করার নাম ভালোবাসা ।
দৈহিক মিলনে প্রেম রয় না
প্রেম রয় মানসিক মিলনে ,
গাঢ় প্রেমের প্রতিচ্ছবি দেহ
শেষ যার শুধুই মরণে ।
পতিতালয়ে অনেক উন্মুক্ত
ভালোবাসাহীন ধূসর দেহের ভীড় ,
দৈহিক মিলনের উন্মত্ততায় যা
প্রতিনিয়ত ভালোবাসা হারায় ।
তাদের মধ্যে হয়তো কেউ বা
সত্যি ভালোবাসে কিন্তু ,
অধিকাংশই শরীর কেন্দ্রীক
নতুবা পেটের জ্বালা মিটাতে দাঁড়ায় ।
মন আছে যার ভালোবাসা তার
হৃদয়ের টানে ভালোবাসে ,
মনের চাহিদায় ভালোবাসলে
হৃদয়ের কোড়া কাগজে দাগ কাটে শেষে ।
প্রেম-বিরহ বেদনা বিধুর হলেও
তা মনেতেই রয় ,
হৃদয়ে সংগোপনে লুকানো যার নাম
আমৃত্যু ভোলা নাহি যায় ।
দেহের সাথে দেহের বিনিময়ে
ভেঙে যায় বালির বাঁধ ,
মনের সাথে মনের এবং
আত্মার সাথে আত্মার মিলন
কখনোই চায় না দেহের স্বাদ ।
রূপ- যৌবন কালচক্রে যায় ঢলে
মনটাই হোলো চিরসবুজ ,
সদা ভালোবাসার বিনিময়ে
শুধুই ভালোবাসার কথা বলে ।
আত্মিক মিলন খোঁজে না শরীর
খোঁজে না রূপের মধু ,
মনের সাথে মনকে বাঁধবে অটুট বন্ধনে
যেথায় ভালোবাসাই রবে শুধু ।

