ভালো থেকো
ভালো থেকো




আজ তোমায় খুব দেখতে ইচ্ছে হল,
দিনরাত হঠাৎ কেমন শূন্য হয়ে গেলো l
না, না, তোমার দোষ কিছুই না ছিল-
হাতে চাকরিটা ভাগ্যদোষে নাই এলো l
কানে বাজে শেষ তোমার দুটি কথা,
"ভালো থেকো",শুরু নব জীবন গাঁথা-
নহবৎ-এর সুরে চাপা বেকার ছেলের ব্যথা,
পাঠিয়ে দিলে তোমার ছবি, সিঁদুর রাঙা মাথা l
আজ মাঝে বয়ে সাত সমুদ্র তেরো নদী,
ফুলের সাজে পূরন তোমার সপ্তপদি,
আমার জন্যে আসে দু -ফোঁটা অশ্রু যদি,
ওইটুকুতে জীবন স্রোতে ভাসব নীরবধি l