ভালবাসার কাব্য
ভালবাসার কাব্য


নুন্যতম দিনে দশটি বার
ঝাপ্সা ছবি অচিন নদীর টান,
প্রোফাইলে এখন তুমি কার।
ভাবতে পারো আবগারী আখ্যান।
ভাবতে পারো শঙখচিলের দেশে
মনহরণ রাজন্যের বাস
মায়া প্রাচীর অশ্বক্ষুর নদী
ভুয়ো দরদ দাঁড়িয়ে আছে দধি।
হাত ধরো হাত, হাতের মধ্য রেখা
তবুও জেগে সপ্তগ্রাম আদি
দূরে দূরে ককিয়ে ওঠে কেকা
বাদী কি জানে সত্যি কে বিবাদী।
ভুল দরজায় প্রমত্ত দ্বারপাল
দেখায় নথি বিস্তারিত জাল
জালের মধ্যে কুব্জার বান্ধব
শলা পরামর্শে মেটায় ক্ষোভ।
ভালবাসায় আমুল বিদ্ধ হৃদি
রক্ত ক্ষরণ মরুভূমির রাত
ঝাপসা আখর জন্মকুষ্ঠি নীল
আড়াই চালে গোলাপবাজী মাত।
করতে কারা শানায় পর্ণগামী
কুমির দিয়ে সাজায় সংসার
দুষন্ত শকুন্তলার সাগর
রুদ্ধবেনী দেখায় চমৎকার।
বাদী কী জানে জবরদস্তি ঋণ
চড়াসুদে ফাঁকা অঙ্ক ঘর
সেখানে কোন পুষ্করিনী নেই
জলহীন মৎস্য জাগে মৎস্যগড়।