ভালবাসা-ক'টি কথা
ভালবাসা-ক'টি কথা


ভালবাসা,তোমার সাথে করব দেখা
সকাল হলে
ইস্টিশানে দাড়িও তুমি
যেও না চলে।
রাত্রি বেলায় ডিঙ্গিয়ে পাচিল এসেছিলে
স্বপ্ন হয়ে
যেই শুয়েছি আয়েস করে পাশটি ফিরে
ওমনি তুমি পালিয়ে গেলে
না বলে কয়ে।
দাওনি তুমি জবাব আজও চিঠিখানার
কখনো তোমার ইচ্ছে করে না
আমার মনের কথা জানার।
ফোন করলে মোবাইলটাও ধরো না আর।
এখন আমি থাকি অনেক দূর বিদেশে
সেথায় যখন ফিরি ঘরে দিনের শেষে
তখন আমার তোমাকে ভীষণ মনে পড়ে।
ঘুরতে কি যাও এখনও তুমি গড়ের মাঠে?
সময় পেলে বসব গিয়ে বাবুঘাটে
ছোলা,বাদাম খেতে বড় ইচ্ছে করে,
রাজভবনের পরিক্রমা
করব তোমার হাতটি ধরে।
সন্ধ্যা নেমে আসার আগেই
আসতে হবে বাড়ি ফিরে
কোথায় কাকদ্বীপ,কামদুনি হয়
সে কথা কে বলতে পারে।
অনেক কথা বলব তোমায় দেখা হলে
দাড়িও যেন একটুখানি যেও না চলে।