বেঁচে থাকে গোপনে
বেঁচে থাকে গোপনে


জীবনযুদ্ধে চাপা পড়া গোপন ফল্গুধারা,
বইতে থাকে অন্তরালে, খোঁজ পেলো তার কারা ?
সবার মাঝে অল্প বাঁচে চির সবুজ প্রেম৷
ক্লেদের মাটি যতই লাগুক, চমকায় যেন হেম!
বুকের মাঝে লুকিয়ে রাখা স্মৃতির গুপ্তধন;
হিমেল হাওয়ায় উদাস হল এই নাগরিক মন৷
পাথর বুকের মাঝেও ফোটে নতুন প্রেমের ফুল৷
ঘরে ফেরার গান গেয়ে ওঠে তখন ছিন্নমূল!