বেমানান
বেমানান
নেশা যতই প্রগাঢ় হোক
এখন অভ্যন্তরে ডোবার
ইচ্ছে জাগে না
অবগাহন বেমানান
অন্তরে ক্ষতের বিভৎস চিৎকার
হৃদয়হীনের কর্ণমুলে পৌঁছোয় না
মায়াবী নয় বড্ড কুৎসিত
প্রতিধ্বনি ফেরত যায়
তবুও দেখিনা কোথাও বাজতে
হারিয়ে যেতে যেতে স্থায়ী ঠিকানায় পৌঁছে গেছি
আর পারবেনা তোমার খেলা শেষ।
