বাঁচতে চাই
বাঁচতে চাই


এক মুহূর্তের জন্য বাঁচতে চাই
শুধু মানুষ হয়ে, নারী হয়ে নয়।
দিতে চাই স্বইচ্ছায় আমাকে ছোঁয়ার অধিকার।
হয়ত মহাপ্রলয় আসন্ন,
হয়ত রাত পোহালেই শেষ হবে,
এই সুন্দর পৃথিবী।
তবু কি শেষ হবে লালসা?
যা প্রতিক্ষণে নারীর হৃদয়ে সঞ্চারিত করে,
সর্বস্ব হারানোর ভীতি।
যদি ধ্বংসের খেলায় ধূলিসাৎ হয় পৃথিবী,
দুঃখ নেই তাতে।
শুধু নবজন্মে চাই এমন একটা পৃথিবী,
যেখানে মেয়েরা দেবীরূপে,
পূজিত হবে না মন্ডপে।
শুধু মেয়ে হিসাবেই স্বীকৃত হবে প্রতি ঘরে।
পাবে তিতিক্ষা ও সহানুভূতির পরিবর্তে,
সম্মানের সহিত দুবেলা পেট ভরা অন্ন,
আর সম্মানের এমন একটি বস্ত্র।
যা কেউ তার শরীর থেকে খুলে নেবেনা,
নগ্ন করবেনা তাকে,
লজ্জিত করবেনা মানব সভ্যতাকে।