বাহুবলী
বাহুবলী
চারিদিক আজ ফেটে পড়ছে করতালিতে
বাহুবলী করছে আস্ফালন
মাথা নত করে আছে হিমালয়
সেনার ভারী বুটের আওয়াজে পদপৃষ্ঠ
ভূস্বর্গের ক্রন্দন।
শর্তের কোন মূল্য রইল না আর
সব অঙ্গীকার ভুলে গেলে
ধূর্ত বাজের আক্রমণ প্রতিহত করে
দিয়েছিলে আশ্রয়
আজ মুখোশ খুলে বেরিয়ে এসেছে প্রকৃত চেহারা
তুমি এক ধূর্ত নেকড়ে ভিন্ন কিছুই নয়।