Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Runa Bandyopadhyay

Fantasy

2.5  

Runa Bandyopadhyay

Fantasy

অ্যারো অফ টাইম

অ্যারো অফ টাইম

1 min
1.1K


আপনি কি অনন্তকে খুঁজছেন? আমি জানি তার ঠিকানা


এস্ক্যালেটার নেশা ছেড়ে আসুন

ধ্রুপদীর জলসিঁড়ি বেয়ে নেমে যাই

আপেক্ষিকতায়

বনলতা সেনের বাহুবন্ধন খুলে এগিয়ে আসুন

অবাক দেখবে আপনার আঙুল ধরেছে অনন্ত


সিঁড়িভাঙা অঙ্ক অনেক কষেছেন

প্রথম দ্বিতীয় তৃতীয়......

উঠছে তো উঠছেই

তবু অদ্বিতীয়ের দেখা নেই


সুতরাং আপনার হাতে রইল ফোর্থ ডায়মেনশান।

ওকে নিয়ে অত বিচলিত হবেন না


সময়কে অলীক হতে দিন

বিস্ময় দেখবে চারপাশ থেকে ঝরে গেছে সীমানাসকল

না না স্পেসটাইমকে ওভাবে বেঁধে রাখবেন না প্লিজ

ভেঙে পড়বে সূত্রসকল

যেমন কাঁটাতারের সীমায়

প্রথমপ্রেমের মুহূর্ত


আপনি কি দ্বৈতে আশাহত? খরস্রোতে ছিন্নমূল?


চলে আসুন সিঙ্গুলারিটি সহবাসসদনে

বাসাতুর বিরামে রমণের ঘুঙুর বাজাতে থাকুন

পোয়াতি হলে ভয় পাবেন না

আঁকড়ে ধরুন কোয়ান্টাম কুমারীর আঙুল


এবার আপনার সেই পুরোনো গণিতে ফিরে আসুন

গড়েরমাঠে অস্তরাগে

বাদামের খোসা ছাড়ানো ভাবতে ভাবতে

সময়কে অবাস্তব করে তুলুন

আশ্চর্য দেখবে নস্যাৎ হয়ে গেছে আপনার বাস্তব সময়


আপনি অবাস্তবে বিশ্বাস রাখতে পারছেন না তো! বিচলিত হবেন না


চলুন প্রকৃতি রায়ের কাছে

পা ছড়িয়ে বসুন রহস্যময়ীর আঁচলছায়ায়

আপনি তো আবার গল্পপ্রিয়

ছায়া পেয়ে চৌকাঠ পেরোনো সেলসিয়াসের

টুকটাক গল্প করতেই পারেন

ভালোবাসার সহজ আলো চোখে পড়লে দেখবেন

ছায়া সরে গেছে আপনার অজান্তেই

আর আপনার অন্যমনস্ক আঙুলে

সময়ের তিরচিহ্ন

কখন বেঁধেছে সে টের পাননি জীবনের স্রোতে

এবার আপনার নিশ্চিন্ত খেলা শুরুর বেলা

বয়ে যাবে বিবর্তনের সুরে সুর মেলাতে 

আগামীর দিকে 


Rate this content
Log in

More bengali poem from Runa Bandyopadhyay

Similar bengali poem from Fantasy