অত্যাচার
অত্যাচার
মেঘে মেঘে অনেক বয়স হলো
আঙুলের সাথে আঙুল পাগলামি মন
মিশিয়ে মিশিয়ে গুছিয়ে রাখা আবদারে
দেরাজ খোলা এক নৌকা সন্ধ্যা ,
শুধু তোর জন্যে...
তোর খোলা দরজার সামনে দু-দিন যদি হই
একমুঠো রোদ্দুর, একদিন তোকে চাই
ভেজা ঘামের শহর তোর, স্নাত তাই
তোর খোলা জানলার সামনে ভিজতে চাই !
শুধু তোর জন্যে...
অত্যাচারিত আমি অত্যাচারের আঁতুড়ে
তবুও ছুঁয়ে থাকে মন, ভালোবাসার অত্যাচারে !