STORYMIRROR

Mahfujur Rahaman

Inspirational Others

4.0  

Mahfujur Rahaman

Inspirational Others

অস্ত্রহীন যুদ্ধ

অস্ত্রহীন যুদ্ধ

1 min
237


আজ আমরা সম্মুখীন এক মহান যুদ্ধের , 

যে যুদ্ধে নেই কোনো ঢাল, 

নেই কোনো তলোয়ার, 

নেই আধুনিক কালের কোনো বন্দুক, 

নেই কামান, নেই কোনো কিছু , 

তবুও আমরা হাজির হয়েছি এই যুদ্ধক্ষেত্রে।

এই যুদ্ধে সৈনিক আমরা সকলেই -

সমগ্র বিশ্ব আজ অংশ নিয়েছে এই যুদ্ধে-

কোনো অস্ত্র ছাড়াই খালি হাতে।

এই যুদ্ধে নেই কোনো হল্লা,

নেই কোলাহল, নেই বাজনা,

নেই কোনো শব্দ, 

শুধু আছে নিঃশব্দ হাহাকার।

কিন্তু তবুও এটি একটি যুদ্ধ।

প্রকৃতি তার রহস্য দিয়ে সজ্জিত করেছে এই যুদ্ধের রথ।

এই যুদ্ধে ধ্বংস হয়েছে চিন,

আপনজন হারিয়েছে ইটাল

ী,

ঐশ্বর্য্য হারিয়েছে আমেরিকা।

আর ভারতে এখন যুদ্ধ তো সবে শুরু।

তবে এ যুদ্ধের সৈনিক আমরা,

যুদ্ধ করতে হবে আমাদেরই।

তবে এ যুদ্ধের পদ্ধতি একটু আলাদা,

এ যুদ্ধ মাঠে নেমে নয়,

এ যুদ্ধ ঘরে বন্দি হয়ে

চোর-পুলিশ খেলার মতো

এক যুদ্ধ যুদ্ধ খেলা।

আমরা শুধু প্রাণ হারিয়েছি,

সেই সঙ্গে হারিয়েছি মনোবল,

কিন্তু মনে হচ্ছে - 

এ যুদ্ধ আমাদের ক্ষতি করতে পারবে না।

এ কথা তো ইটালীও মনে করেছিলো,

একথা ভেবেছিলো আমেরিকাও।

কিন্তু তারা আজ ধ্বংস।

যুদ্ধ তাই আমাদের করতেই হবে,

একটু সাবধানে,

আমাদের সকলের জন্য, 

সকলের কথা ভেবে।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational