STORYMIRROR

Avishek Satpathi

Drama Romance

4  

Avishek Satpathi

Drama Romance

অসমাপ্ত

অসমাপ্ত

1 min
4.3K


ব্রিজের পাশে তালগাছ দুটো ...আমি আর তুমি

সমান্তরাল .....যাবো বহুদূর ....সম্পর্ক বুদবুদ।


তোমার গভীর চোখ মাদলের মৃদুতায় ডুবে

কাশ্মীরি কাঁধ, তোমার হাত, ডুয়ার্সের ছায়াঘন চুল

পলাশ ফুলের মতো ঠোঁট আর স্বাদ

টুনটুনির হলুদ বুক

অন্ধকার গভীর কাঁপনে তার মধুর বজ্রনিনাদ

ভগ্নপ্রায় ঘাট বিবর্ণ শ‍্যাওলা বাঁধা জীর্ণ তরীখানি

গভীর রাত্রী আর ভোরের মাঝে শুধু তুমি আর আমি.....


লজ্জা রাঙা পানের বরজের মতো মুখ

ঢেকে যায় গুল্মলতায়.....

ভরা বিষণ্ণতা আঁধারে সরে সরে গাঢ়তর হয়।


বটের ঝুরির মতো অসংখ্য ত্রুটি বিচ্যুতি....


তোমার কথা আর বিছানা আমার দেয়াল.....


তোমার ভরাট বুক আমার আদ্র শ্বাস প্রশ্বাস

কোটরে ঘুঘুর বাসা তোমার ভাসা ভাসা চোখ

ঠোঁটে শির্ শির করে উঠে আনত পত্র ফলক

অসংখ্য বীজ আর তোমার স্বপ্ন আমার আশ্বাস...


Rate this content
Log in

Similar bengali poem from Drama