STORYMIRROR

Manik Goswami

Drama Classics

3  

Manik Goswami

Drama Classics

অপেক্ষায়

অপেক্ষায়

1 min
192


অপেক্ষায় আছি একদিন ভালো হবে,

জীবন থেকে দীনতা মুছে যাবে।

বুভুক্ষু পেট অপেক্ষায়, চাহিদা খাদ্যের,

ভগবানের কৃপা পেতে সংখ্যা বেড়েছে ভক্তের।

আঁধার অপেক্ষায় থাকে ভোরের আলো দেখবে,

জোৎস্না অপেক্ষায় রয় সূর্য্যের তেজে হারাবে।

গতিময় জীবনেও প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায়,

ঘরণী পথ চেয়ে রয় ফেরার অপেক্ষায়।

ভবিষ্যতের সংসারে সুদিনের অপেক্ষায়,

ঝাঁকা সাজিয়ে বসে আছি ক্রেতার অপেক্ষায়।

অপেক্ষা করে তপ্ত ধরণী, পাবে বৃষ্টি ছোঁয়ায়;

গাছের পাতা অপেক্ষায় রয় বাতাস মৃদু বায়।

ছিঁচকে চোরে অপেক্ষা করে সঠিক সময়ের,

গাড়ি চালক অপেক্ষায় রয় সবুজ আলোকের।

ছিপ ফেলে দৃষ্টি নিবদ্ধ থাকে নড়বে ফাৎনায়,

শকুনের চোখ খুঁজে বেড়ায় ভাগাড়ের ঠিকানায়।

অপেক্ষায় থাকি কখন তুমি প্রেমিক পাশে বসি,

ছড়িয়ে দেবে দিগন্ত জুড়ে ভুবন ভোলানো হাসি।


Rate this content
Log in

Similar bengali poem from Drama