STORYMIRROR

Sulata Das

Tragedy Others

3  

Sulata Das

Tragedy Others

অপেক্ষা

অপেক্ষা

1 min
235

মনের কষ্টগুলো আজ আর আমায়

     কাঁদায় না আগের মতো,

নতুন করে সাজিয়েছি তাদের

     নিজের ইচ্ছে মতো।

রাগ-ইগোগুলো আর শ্যাওলার  

    মতো জমতে দেইনা মনেতে,

তোমার সব শাড়ী-গয়নাগাটি  

   গুছিয়ে রেখেছি পরিপাটি করে তোমার আলমারিতে।আগলিয়ে রেখেছিলে পুরো সংসার,

    তখন বুঝিনি তোমার কদর-

সামলে রেখেছিলে সবাইকে

    বিছিয়ে তোমার মমতার আঁচল। 

আজ একা সব সামলাতে গিয়ে খাই হিমশিম ,

    বুঝি সংসারে তোমার অবদান   

ছিলো কতো অপরিসীম।


তোমার সাথেই চলে গেছে মান-    

    অভিমানের পালা,

পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করি 

     আমি বসে একেলা। 

দু:খগুলো জমে এখন 

     ফসিলে পরিণত,

চোখের কোণার জলগুলো বরফ হয়ে 

     হুইস্কির গ্লাসে হিল্লোল তুলছে অনবরত।

আর ভয় পাইনা কোন কিছু হারাবার

    তাই কিছু হারাবার ভয়গুলো ছড়িয়ে  

দিয়েছি ঘরের আনাচে-কানাচে-

    আলো-আঁধারি হয়ে তা ঘরকে  

মোহনীয় করে তুলেছে।

    জানি তুমি মিটমিট করে হাসছো  

ঝারবাতির আলো হয়ে-

     আমি শুধু বসে আছি তোমার 

স্মৃতি আঁকড়ে ধরে।

     আজ আর ভয় পাইনা মৃত্যুকে।

আছি অপেক্ষায় আবার কবে 

     ফিরে পাব তোমায়,

তা হবে জন্ম-জন্মান্তরের মিলন

     কোন ভাবেই ছিঁড়বে না সেই অটুট বন্ধন।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy