STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Others

অন্য পৃথিবী

অন্য পৃথিবী

1 min
192

কত শত রমনী চলে যায় ভবিষ্যতের পথে,

ক্লান্ত মনে ধর্ষিতা নারী ধীরে ধীরে হতাশার রথে

নীরব রাতে, বিষন্নমুখ, চোখে অশ্রু ঝরছে

ঠোট দুটো বিকৃত কমলার কোয়ার মতন

লাল টিপ লেপ্টে গেছে কপালে, চুল এলোমেলো

শত ছিন্ন বস্ত্র বাধা দিতে পারছেনা যৌবন উচ্ছাস 

নগ্নপা চুড়ি ভাঙা আহত হাত সকরুণ চিত্র বেশ

দেহে রক্তক্ষয়ী লালসিত শকুনের কামনার আঁচড়

নরপশুর ছোবল স্পর্শ করেছে তার মাতৃডোর

নিরাশ হৃদয়ে এ পথ চলা নিয়ে যাবে তাকে

জীবন সমাধিতে শেষ সিদ্ধান্ত মৃত্যুর দিকে

পরেও তার সে নারী চলেছে হেঁটে অন্য পৃথিবীর পথে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy