অনুভূতির আনন্দ
অনুভূতির আনন্দ
আমার চোখে তোমার প্রেমের রামধনু রং আঁকা,
স্বপ্নাবেশে মুগ্ধ হয়ে রঙিন ছবি দেখা।
শীতল মধুবায়ে,
তোমার শরীর ছুঁয়ে,
প্রাণেতে আমার প্রশান্তি যতেক ছড়িয়ে দিয়েছে সখা।
তোমার আমার মনের মিলে ঘুরেছে ভাগ্য চাকা।
পৃথিবীর রূপ দেখিয়াছি আমি মন মাতানো শোভায়,
সোনার বরণ রূপের মাধুরী উজল করেছে ধরায়।
অনুভবের মিষ্টি ছোঁয়া,
পূর্ণ হল তোমায় পাওয়া,
অচেনার ধোঁয়া সরিয়ে দূরে দিয়ে যায় পরিচয়।
ব্যস্ত জীবনে হঠাৎ দেখার অনুভূতি মিশে রয়।
পাথর কঠিন মনের দেওয়ালে তোমার প্রেমের ছোঁয়া,
প্রস্ফুটিত পুস্প কলির সারা জীবনের পাওয়া।
ওষ্ঠে খুশির চমক,
বাঁধে ভালোবাসার স্তবক,
একঘেয়ে এই জীবনের বাঁকে লেগেছে হিমেল হাওয়া।
আর দূর নয়, ভেসে যাক যত দূরত্বেরই খেয়া।
ভালো লাগার নিনাদে বাজে অনুভূতির গান,
হৃদয় মাঝারে প্রেমের কলি পেয়েছে তাহার স্থান।
স্বপ্নের মায়াজালে,
চেতনা ছন্দ-তালে,
স্বচ্ছ্ব প্রেমের অনুভূতিগুলো আচরণে পায় ঠাঁই,
খুশির দোলায় বোধের আবেশে উচ্ছ্বাসে ভেসে যাই।

