অন্তহীন পথ
অন্তহীন পথ
যে পথের সীমানা নারী আর পুরুষের জড়িত জীবন
সে পথ ধরেই কেবল ন্যায় বোধে পরিপূর্ণ স্রোত
পথের ঠিকানা শুধু বিচলিত করে মন প্রাণ
আবদ্ধ করে ঐ জীবন সে পথ নয় অন্তহীন...
আমি সীমানা পার করে হৃদয়কে বলি চল দূর আগামীর পথে
যেথা কেবল সুখ আর শান্তি বিরাজমান,
যে মন ছুটে চলে জীবন মরণ পার করে অনন্ত স্রোতে
মনের ভিতর এক অসীম ভাবনা সীমাহীন পথে।
জননীতি,রাজনীতি,যত নীতি দিয়ে ঘেরা জীবন
আঁধার শেষ হলে সূর্য যায় আলোকথা বলে
ঐ যে দূর দিগন্তে নীতিহীন পথ,ঐ যে চলার অন্তহীন পথ।
জড়িত জীবন কাহিনির কেবল হাসি কান্না
সবশেষে মৃতের সমাধি আর শবের ধোঁয়া
সব ব্যথা শেষ হলে....
জন্ম মৃত্যুর আবেষ্টন রেখে যায় বর্তুল পথ
হৃদয়ের পোড়া আর চলার গতি যায় না তো দেখা
তাই, হৃদয়ের ঘরে কার আসা যাওয়া...
সে যে অন্তহীন পথ.....।।
