অঙ্গীকার
অঙ্গীকার
সন্তান সম ছাত্র ছাত্রী,
হতে পেরে তাদের ধাত্রী,
স্বার্থক হলো নশ্বর জীবন।
যদি তাদের পরিচয়ে,
আসে পরিচিতি ধেয়ে,
সেটাই হবে আমার কাঞ্চন।
শিক্ষক দিবস উপলক্ষে,
সবাই মিলে স্কুল বক্ষে,
করবো আমরা এই অঙ্গীকার।
আমরা পড়বো আমরা শিখবো,
ন্যায়ের পথে স্বদেশ গড়বো,
ভোগ করবে সবাই অধিকার।।
