অনাথ
অনাথ
একটা অনভিপ্রেত সামাজিক শব্দ অনাথ।
নাম পরিচয় গোত্র না হলে মানুষ কবে?
জাত গেলে যে সমাজ হারাবে!
জন্মের গর্ভগৃহে নির্বাসনের সূচিপত্র,
ভালবাসার চিহ্ন অভিযোজিত আবর্জনায়,
পর্দার অলক্ষ্যে পর্দানশীনের বাসস্থান!
সুখ সৃষ্টির মাঝে অনাসৃষ্টির আগমন!
সমাজের অপাংক্তেয় অরক্ষণশীল জীব,
একটাই সামাজিক পরিচয় লেপ্টে যাবে-"অনাথ"।
অবৈধ প্রাণের স্পন্দন থাকবে অনাথআলয়ে,
চরম অবহেলিত শৈশব খাঁচায় বন্দী,
অনাথকে কেনই বা মানুষ জানি!
মানুষ হয়ে জন্মান এঁদের অভিশাপ!
ধরণীর হৃদয়ে আলো দেখাও অপরাধ,
অন্ধ সমাজের কাছে নিষ্পেষিত অনাথ!
পুনর্বিবেচনা কর পরিচয়হীনদের নিয়ে,
নিষ্পাপ শিশুকে অপাংক্তেয় কেন রাখবে?
সবুজ সংসারে উচ্ছিষ্ট শৈশব তবে বাঁচবে।