অনাগত বসন্ত
অনাগত বসন্ত


অনেক বসন্ত হয়ে গেছে পার...
পরিযায়ী পাখিরাও ঠিকানা বদল করতে করতে আজ ক্লান্ত,
তাই বোধহয়, সুমেরুর বরফগুলোও হয়ে উঠেছে অসহিষ্ণু,
আত্মবিস্ফোরণের প্রবল শব্দে জানান দিচ্ছে তা....
শীতের আলতো প্রলেপ গায়ে মেখে আমি, আরও এক বসন্তের অপেক্ষায়....
সেই বসন্ত, যে বসন্তে নেই জরাগ্ৰস্থ কাম, নেই লোভাতুর মোহ, নেই স্বার্থযুক্ত ভালোবাসা।
আছে শুধু ,এক ত্যাগী,প্রেমী মন
যে তার প্রশস্ত আঁচল মেলে মুছিয়ে দেবে ,সব পরিযায়ী পাখিগুলোর ডানার ক্লান্তি....
প্রশান্তির জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেবে
প্রেমিকের বুভুক্ষু বুক....
শরীর নয়,আমি ছুঁতে চাই তোমার আত্মাকে...
বলতে পারো আর কত বসন্ত পার হলে,
ছোঁব তোমার আত্মাকে?....