অমর একুশের প্রতি
অমর একুশের প্রতি

1 min

329
যেদিন মানুষের ভিতর জেগেছিল মানুষ সেদিন বুক পেতে দিয়ে ছিল রফিক, শফিক, সালাম, বরকত জব্বার
প্রমুখ যদিও আজীবন চেনা এই ঝোড়ো সমুদ্র জনতাকে সংযত রাখতে তাদের জিহ্বার ভাষাই ছিল যথেষ্ট
যখনই করেছে বিদ্রোহ বীর কণ্ঠ থেকে ঝরে পড়েছে অ, আ, ক, খ,
অমৃত ভাষণে শত্রুকে করেছে প্রতিহত বলছে - ' বাংলা ভাষা 'আমার জীবন' , 'আমার ঔদ্ধত্য'
সেই বর্ণমালায় আজও লিখে যাই একুশ-শহীদের স্মরণ গাঁথা
একুশে ফেব্রুয়ারি ইতিহাস রাঙিয়েছে আমার বাংলা ভাষা।