প্রতিকূল পদ্য
প্রতিকূল পদ্য


কালো পায়রার এক হারিকেন ঝড় ছেটায় পাঁকজল দামী রোদের পর। সবজে অগ্নুৎ্সবে ব্যাঙ ধরে গান জাহাজডুবির জলে বেঁচে থাকে প্রাণ। মাখামাখি প্রেম আইনের দকপাঁকে দেহ ভাসে দুটো বিরোধী স্থিতির ডাকে। আতশ কাঁচের আড়ালে ধনী- সন্ত্রাস চালচুলোহীনদের ওঠে কাঁথা- শ্বাস।
এই প্রতিকূল অবস্থায়ও কবি অনুকূল শংসা পত্র হাতে কবি আনন্দে আকুল। চমকায় ব্যাথা হীন দাঁতের দু পাটি বসুন্ধরাকে যতই কুঁড়ে খাক কীট।
ফুল দিয়ে বোঝায় কবিতার আশ্বাস গুগুল ফুলেই ফাগুন করে যে বাস। সবাই পোষণ করে নিজ-অহংকার ভীড়-মাঝে আমি হাত-ছেঁড়া পদ্যকার