STORYMIRROR

Alpana Mitra

Abstract

3  

Alpana Mitra

Abstract

প্রতিকূল পদ্য

প্রতিকূল পদ্য

1 min
590



কালো পায়রার এক হারিকেন ঝড় ছেটায় পাঁকজল দামী রোদের পর। সবজে অগ্নুৎ্সবে ব্যাঙ ধরে গান জাহাজডুবির জলে বেঁচে থাকে প্রাণ। মাখামাখি প্রেম আইনের দকপাঁকে দেহ ভাসে দুটো বিরোধী স্থিতির ডাকে। আতশ কাঁচের আড়ালে ধনী- সন্ত্রাস চালচুলোহীনদের ওঠে কাঁথা- শ্বাস।

এই প্রতিকূল অবস্থায়ও কবি অনুকূল শংসা পত্র হাতে কবি আনন্দে আকুল। চমকায় ব্যাথা হীন দাঁতের দু পাটি বসুন্ধরাকে যতই কুঁড়ে খাক কীট।

ফুল দিয়ে বোঝায় কবিতার আশ্বাস গুগুল ফুলেই ফাগুন করে যে বাস। সবাই পোষণ করে নিজ-অহংকার ভীড়-মাঝে আমি হাত-ছেঁড়া পদ্যকার


Rate this content
Log in

Similar bengali poem from Abstract