একটি বৃক্ষ একটি শীত
একটি বৃক্ষ একটি শীত


নিঃস্বতায় কি কিছুই বাঁচে না....!!!! কারণ, বসন্ত শুধু কবির মগজেই আসে না বসন্ত আসে। আসে বৃক্ষাকাশে নিঃশেষে পান করে নিঃস্বার্থ মাটি তাই এই শীতেও উদ্ধত আমি আমি শধু পোহাই না ম্লান রোদ নই আমি রিক্ত গাছ...শুধু ঈর্ষায় সুখী উত্তাপ দেই বন্ধু পরিজনে প্রতি নিয়ত একাকী সব জরার মুখোমুখি নই আমি নির্মোহ, পড়ে থাকা একধারে চুপ কারণ, নির্বিকার নয় চিরন্তন..... ক্ষণিক থেমে আছে অপরূপ।