STORYMIRROR

Alpana Mitra

Abstract

3  

Alpana Mitra

Abstract

একটু রোদের জন্য

একটু রোদের জন্য

1 min
779


তোমার কাছে চেয়েছিলাম একফালি রোদ মুঠো মুঠো ধোঁয়া গিলিয়ে নিলে প্রতিশোধ।


সন্ধ্যা রাতে রেখেছিলে তো আমার চোখে চোখ, কুপির আলোয় ভুললে পুরানো যত শোক।


বুঝিনি তো গভীর রাতে কি ছিলো আমার দোষ, তবে হ্যাঁ, শুনেছিলাম রাতের আফসোস।


ভালোবেসে সে যদি তার মনের কথা বলে,

হ্যাঁ, শুনেছি তার কথা, পড়িনি তো গা'য়ে ঢলে!


অবশ্য জেগে ছিল দূরের ঐ পল্লী শহর

জ্যোৎস্না রাতে শুনেছি তাদের হাসির লহর।


তবু আগুন আঁচেই বাঁচতে চায় এ প্রাণ

তাই বলে কি পুড়িয়ে দিয়ে রাখবে সম্মান!


Rate this content
Log in