প্রথমে মনে হলো
প্রথমে মনে হলো


আর মুক্তাখচিত কোনো মখমল লেবাস
নেকাব সরিয়ে কোনো ইহুদি রমণীর মুখ, দামী আসবাব
# যেই স্থির হলো দৃষ্টি!
# ঠুলি পরা চোখ খুলি!
দেখি পোড়োবাড়ির জানলার সারি সারি শিকের ফাঁক দিয়ে
চিলেকোঠার ঘুলঘুলির ফোকর দিয়ে হতাশার এক একটি রন্ধ্র দিয়ে
নিষ্কাম ভাঁড়ের বিষ্ময়ে মরণের টানেল থেকে
ক্লান্ত এক অর্চনায় ইচ্ছা কি অনিচ্ছায় সুসজ্জিতা এক অপূর্ব রমনী ঘুন ধরা কলকাতা কল্লোলিনী।