দেখার আভিজাত্য
দেখার আভিজাত্য


চারদিনের এই চিলতে সুখে মন যে ঝিনুক ঝিনুক
চাপা পড়ে সব ব্যথা,
প্যান্ডেলে থিম কথা,
দেখে পান্তা বলে প্রতিদিন এমনদিন আসুক আসুক!
শিশিরকে শিউলি বলে নিকানো উঠোনে ঝরে যাই টুপ টুপ!
রোদ উঠলে পড়েই
, টুঁ শব্দ না করেই,
যখন নুন ভাতের নেই সময় দেখার মেঘ স্তূপ স্তূপ।
ঠিক তখনি শহর জুড়ে চলেছে কুড়ে ঘরের থিম খেলা খেলা
, উপচে পড়ে লোক
, দেখার ভীষণ ঝোঁক,
ঢাকাই জামদানী সে দৃশ্য দেখতে বেরিয়ে পড়ে বেলা বেলা।