STORYMIRROR

Alpana Mitra

Classics

3  

Alpana Mitra

Classics

দেখার আভিজাত্য

দেখার আভিজাত্য

1 min
506

চারদিনের এই চিলতে সুখে মন যে ঝিনুক ঝিনুক

চাপা পড়ে সব ব্যথা,

প্যান্ডেলে থিম কথা,

দেখে পান্তা বলে প্রতিদিন এমনদিন আসুক আসুক!


শিশিরকে শিউলি বলে নিকানো উঠোনে ঝরে যাই টুপ টুপ!

রোদ উঠলে পড়েই

, টুঁ শব্দ না করেই,

যখন নুন ভাতের নেই সময় দেখার মেঘ স্তূপ স্তূপ।


ঠিক তখনি শহর জুড়ে চলেছে কুড়ে ঘরের থিম খেলা খেলা

, উপচে পড়ে লোক

, দেখার ভীষণ ঝোঁক,

ঢাকাই জামদানী সে দৃশ্য দেখতে বেরিয়ে পড়ে বেলা বেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics