অমাবস্যা-৩
অমাবস্যা-৩


গোধূলির আলোয় পরিস্ফুট রোদ্দুরের নিস্তেজতা,
ইতিহাস অন্ধ গহ্বরের সম্মুখে হারিয়ে যাচ্ছে নীরবে -
নিভৃতে মনকথা ঘরের মধ্যে ঘরে অনুপ্রবেশ,
সবুজ পাতায় আঁকা হলুদ রঙের বিশ্বাস!
সঙ্গোপনের ক্যানভাসে সমুজ্জ্বল জীবনচিত্রের মিথ্যা উপলব্ধি,
তেজোদ্দীপ্ত চোখে অশ্রুধারার অলকানন্দা এখন,
গতানুগতিক পদ্ধতিতে অনুসারী জীবন।
হয়তো শুকিয়ে যাবে জলোচ্ছ্বাস,
থেমে যাবে যাবতীয় মনোবাঞ্ছার ডায়েরি;
পূর্ণাঙ্গ ভালোবাসায় ভগ্নাংশ ফিকে রঙের ইতিকথা।
আজ মনকথা শুধুই অমাবস্যার চাঁদে সিক্ত!
শনাক্ত করতে অপারগ আলো-আঁধারির বিভাজন।