STORYMIRROR

Smarajit Datta

Tragedy Inspirational

4  

Smarajit Datta

Tragedy Inspirational

অলবিদা

অলবিদা

1 min
369

অলবিদা

স্মরজিৎ দত্ত


অলবিদা কে.কে.অলবিদা

এখনো শেষকৃত্যের ধোঁয়ার কুণ্ডলী,

বিলীন হয়ে যায়নি আকাশের গায়ে।

সেই ধোঁয়া যতদূর-

যতদূর চর্মচক্ষুতে দেখা যায়;

সেই তট থেকে যেন ভেসে আসছে

তোমার সুরেলা জাদুর গলায়

"মেরি শাঁসে কহেতে হ‍্যায় অলবিদা!"

অলবিদা প্রিয় অলবিদা।


অলবিদা কে. কে. অলবিদা

জানি শিল্পীর কাছে শিল্পই

শিল্পই বড়,পাঠক দর্শকই শেষ কথা

তাই হয়তো তোমার শেষ শ্বাসটুকু পর্যন্ত-

গেয়ে গিয়েছিলে তুমি;

"জিন্দেগি দো পল কি"!


অলবিদা কে. কে. অলবিদা

জানি ফিরে আসবেনা আর কোন দিন

ওই না ফেরার দেশ থেকে।

জানি আর কোনদিন

কোনদিন পাবোনা তোমায় দেখতে।

যুবক কিশোর কিশোরীদের

গানে নাচে জাগিয়ে তুলতে;

সব দুঃখ সব বেদনা

এক পলকে তোমার সুরে

হারিয়ে যেত কোন অজানায়।

সেই উদ্দমী প্রাণকে

প্রানকে হারাবো আমরা এমনভাবে ?

যিনি আমাদের মাঝে থেকে

আমাদের উদ্বুদ্ধ করে 

আনন্দে ভরিয়ে রাখতে পারত;

সেই তুমিই হাত নেড়ে নেড়ে

চলে গেলে, চলে গেলে চিরনিদ্রার দেশে।

কেবল রেখে গেলে তোমার 

তোমার কন্ঠের আওয়াজ 

আমাদের হৃদয় কাননে।

সেই হৃদয় কাড়া সুরে আজ ও চীরজীবন বাজবে,

"হাম রহে না ইয়ে রহে কাল-

কাল ইয়াদ আয়েগা ইয়ে পাল!"

তুম রহগে হামারে, 

হামারে দিল কি বাগ কা বনকে ফুল।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy