অকারণেই ভালোবাসি তোকে
অকারণেই ভালোবাসি তোকে


হয়ত অকারণেই ভালোবাসি তোকে।
হয়ত অকারণেই ভালোবাসা হয়।
বৃষ্টি যেমন জানেনা তপ্ত মাটিকে
ভালোবাসার কারণ,
পলাশ, কৃষ্ণচূড়া জানেনা শুধু বসন্তেই
তার প্রস্ফুটিত হওয়ার কারণ,
কোকিল জানেনা তার কুহু কুহু রবে
চারিদিক মাতিয়ে তোলার কারণ,
সাদা মেঘে ঢাকা নীল দিগন্ত জানেনা
সবুজ মাঠের সাথে তার মিলেমিশে
একাকার হওয়ার কারণ,
উথাল পাথাল করা ঢেউ জানেনা
সমুদ্রের বুকে তার বয়ে যাওয়ার কারণ,
বিনিদ্র রাতে খোলা চোখের পাতা জানেনা
কোনদিন দেখতে নাপাওয়া স্বপ্নের জন্য
তার অপেক্ষার কারণ।
তেমনি আজও আমি জানিনা
তোকে ভালোবাসার কারণ।
তবু অকারণেই আজও শুধু
তোকেই ভালোবাসি।