STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

অগ্নিশিখা ক্ষুদিরাম

অগ্নিশিখা ক্ষুদিরাম

1 min
265

জন্মের পরেই বিক্রি করা হলো খুদের বিনিময়ে,


তাই তুমি হলে ক্ষুদিরাম,


শৈশবে হলে অনাথ গেলে দিদির বাড়ি আশ্রয়ে,


ছেড়ে যেতে হলো জন্মধাম।


তমলুক হয়ে পৌঁছে গেলে তুমি মেদিনীপুর শহর


ভর্তি হলে কলিজিয়েট স্কুলে, 


জ্ঞানেন্দ্র নাথের সংস্পর্শে বাড়লো জ্ঞানের বহর,


গেলে তাই নিজেকে ভুলে।


নিজেকে নিয়োজিত করলে দেশমাতার সেবায়,


হলে অগ্নিযুগের অগ্নিশিখা,


নিশ্চিত নির্বিঘ্ন জীবন ত্যাগ করলে তুমি হেলায়,


নিলে অগ্নিমন্ত্রে দীক্ষা।


অত্যাচারী কিংসফোর্ড সাহেবকে খতম করতে ,


মুজফরপুর যাবে বিপ্লবী দল,


সেই অভিযান সফল করতে ভয় পাওনি মরতে,


গেলে তুমি না করে ছল।


কিংসফোর্ড এর গাড়ি লক্ষ করে বোমা ছুড়লে

মিস ও মিসেস কেনেডি মরলো,


পরের দিন সকালে দীর্ঘ পথ হাঁটার ধকলে,


বিপ্লবী ক্ষুদিরাম ধরা পড়লো।

বিচারের নামে প্রহসন চললো বেশ কিছু দিন,

১১ই আগস্ট ১৯০৮ সাল,

হাসি মুখে ফাঁসির মঞ্চে প্রাণ দিলে তুমি সেদিন,

হলে মৃত্যুঞ্জয় মহাকাল।

আজ সেই অগ্নিশিখা বিপ্লবীর মহাপ্রয়াণ দিবস,

জানায় প্রণাম তার চরণে,

তোমার অবদান শৌর্যে তুমি চির দীপ্তিমান তাপস,

হয়ে আছো হৃদয়ের বরণে।


      


  



Rate this content
Log in

Similar bengali poem from Classics