STORYMIRROR

PIJUS SARKAR

Inspirational Others

3  

PIJUS SARKAR

Inspirational Others

অধিকার

অধিকার

1 min
157

অধিকার -- পদ্মপাতায় জলের বিন্দু

শুধু ইন্দ্রপ্রস্থের অপরূপ শোভায়

মুগ্ধ হওয়া

কিংবা দ্রৌপদীর কেশবিন্যাস

আর নয়নাভিরাম সাজসজ্জা

নকল করা --

আদতে কোনো কর্মপ্রকল্পই নয়।

মনে গেঁথে রাখা উচিত

পিতৃ-পিতামহের বনবাস

আর

অজ্ঞাতবাসের দুঃসহ দুঃখ-দুর্দশার স্মৃতি।

কুরুক্ষেত্রের রণক্ষেত্রে

প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে

অভূতপূর্ব শৌর্যবীর্য আর রণকৌশলের তেজে

যে মধুর জয় করায়ত্ত হয়েছিল

আমরা পেয়েছি শুধু তার উত্তরাধিকার।

এ-দেশের ভূগর্ডস্থ জল, মাটির ফসল

পরিপূর্ণভাবে দাবি করার পরেও

স্বাধীনতা আন্দোলনের মহামন্ত্র 

'বন্দেমাতরম'-কে

ধর্মের ডানায় ঢেকে দিলে

অধিকারের বুকেও যে প্রশ্নচিহ্ন আঁকা হয়ে যায়।


তাই এই অভিমান আমাদের সাজে না।

দেখতে হবে --

পদ্মপাতা থেকে জলবিন্দু গড়িয়ে না-যায়।

     



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational