STORYMIRROR

Manik Goswami

Romance Others

3  

Manik Goswami

Romance Others

অচিন পাখি

অচিন পাখি

1 min
237


উন্মুক্ত জানালা পাশে,

চেনা পাখির শরীর ঘেঁষে,

        অচিন একটা পাখির আনাগোনা;

রকমারি রঙের সাজে,

মিঠে সুরের নরম আওয়াজে,

        মন ভোলাতে হাওয়ায় মেলে ডানা।

 

তুমিও কেমন অচিন পাখি ছিলে,

হৃদয়ের সুরে মোহময় করে দিলে,

        মনের গভীরে স্বপ্নের জাল বোনা।

কোমল চাহনি চোখের পাতায় এনে,

জুগিয়েছিলে সাহস মনের কোণে,

        শুরু হলো সুখের দিনটি গোনা।

 

পাখিটারে ধরার ফন্দি করে,

ভেবেছিনু বন্দী রাখবো ঘরে,

        সজাগ পাখি ঝটপটিয়ে ডানা,

সহজ পথে এড়িয়ে চলার পালা,

পালিয়ে যাবার চতুর শিল্পকলা,

        আবেশের বৃত্ত মাঝে বন্দী থাকা মানা।

 

চায় না পাখি শান্তি ভরা নীড়ে,

হারাবে না সে অনুভবের ভিড়ে,

        জাগে না প্রাণে স্বপ্নিল বাসনা,

দূর আকাশে প্রশান্তি খোঁজে পাখি,

স্বাধীন সুখে রইতে চেয়েছে সুখী,

        অচিন পাখি রয়ে গেলো অচেনা।

 


Rate this content
Log in

Similar bengali poem from Romance