অভিলাষ
অভিলাষ
গানের সাথে গান মিলেছে, প্রাণের ছোঁয়ায় প্রাণ;
চির দিনের বন্ধু তুমি হৃদয়ে দিয়েছো স্থান।
ঝেড়ে ফেলে অভিমান,
কণ্ঠে জয়ের গান,
চাঁদের মুখের স্নিগ্ধ হাসি জীবনের সম্মান।
দেহ মন মোর সুধায় ভরেছে, লেগেছে সুখের ছোঁয়া;
সঠিক পথের সন্ধান মাঝে আমুদে প্রতিক্রিয়া।
অনলে দীপ্ত হিয়া,
প্রশান্ত মলয়ে প্রিয়া,
ব্যক্ত করিছে চাপা অনুরাগে অন্তর উজারিয়া।
যখন আমি নিঃসঙ্গতায় নিঃস্ব হয়ে ছিলাম,
আমার আঁধার সরণিতে তোমার আলোর দীপ্তি পেলাম।
এলোমেলো হয়ে গেলাম,
ধৈর্য্য হারালো লাগাম,
প্রেমের পরশে, সুগন্ধি সুবাসে তৃপ্তি খুঁজে পেলাম।
প্রজাপতির রঙিন পাখায় কাব্য লেখে কথা,
মৌমাছিরই শুঁড়ের ফাঁকে সুধার রসিকতা।
সোহাগী কিরণ ছটা,
কাননে কুসুম লতা,
ভ্রমরের গান শোনার আশে পুষ্পের আড়িপাতা।
বাস্তব রূপে যখন ঘটেছে বিশ্বাসেরই প্রকাশ,
দিনের শেষে উজল আলোকে প্রতিভাত হলো আকাশ।
নয়নে লাজের আভাষ,
আননে রঙের বিকাশ;
সাতরঙা হারে সাজিয়ে নিয়েছে হৃদয়ের অভিলাষ।

