STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Others

3  

Debashis Bhattacharya

Fantasy Others

আত্মসমর্পণের প্রদীপ

আত্মসমর্পণের প্রদীপ

1 min
194

আমার ভাবনা দড়িটা খুব কমজোর

কিভাবে তোমাকে আমার কাছে টেনে আনবো

বুঝতে পারি না

যতবার তোমাকে প্রেমের ডোরে বাঁধতে চাই

ততবার ভাবনা দড়িটা খাটো হয়ে যায়

নতুবা ছিঁড়ে যায়

যত মোটা বা বড়ো প্রেম-ভক্তির দড়িটা হোক 

হয় ছোট হয় নতুবা ছিঁড়ে যায় বারে বারে

আমি একের পর এক দড়ি পাল্টে চলেছি

তোমাকে একটিবার কাছে পাবো বলে

আমার কাছে, আমার মনের মতো 

আপনার আপন করে 

জীবনটা শেষ হয়ে এলো

জমানো ভক্তিটুকুও নিঃশেষ হয়ে গেছে

তবুও একটিবারের জন্য তোমার নাগাল পেলাম না

তবে কি আবার জন্ম নিতে হবে

তোমার টিকির নাগাল পেতে

আমার ভক্তির ডোরে বাঁধবার জন্য

যাতে করে আমার স্বপ্ন

চির আকাঙ্খিত আশা পূরণ হয়

অদূরে দাঁড়ায়ে হাসিতেছ তুমি

মোর এই করুন দশায়

আমি যে চলেছি যেতে অন্তিম শয্যায়

দড়ি খালি রয় আমি ভাবনায়

ঘুরে ঘুরে মরি আশা নিরাশায়

আজি হতে আমি চাই নাকো আর

বাঁধিতে তোমাকে প্রেমের রজ্জুতে

আহুতি দিবো তব চরণে

       আত্মসমর্পণের প্রদীপে


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy