Amaresh Biswas

Tragedy

2  

Amaresh Biswas

Tragedy

আশ্রয় চাই

আশ্রয় চাই

1 min
697


কেউ কি একটা ঠিকানা বলতে পার

যেখানে সন্দিহান দৃষ্টি হানবে না কষাঘাত

হৃদয় হতে সহানুভূতি হবে উৎসারিত

মানুষ ভেবে কার্পণ্য করবে না দিতে আশ্রয়।


পিছনে ঝাঁক ঝাঁক বুলেট আসছে ধেয়ে

ফিরে তাকাবার নেই আর কোন উপায়

নিরুপায় হয়ে সামনে এগিয়ে চলেছি

সব বাধা ঠেলে এগোচ্ছি বাঁচার আশায়।



আবালবৃদ্ধবনিতা কাউকে রেহাই দেয়নি

অগণিত প্রাণ কেড়ে নিয়েছে নীর্দ্বিধায়

ওদের বীভৎস অমানবিক অন্যায় অত্যাচারে

নিজ গৃহ হতে বিতাড়িত হয়ে হয়েছি নিরাশ্রয়।



বহু কষ্টে প্রাণ বাঁচিয়ে এসেছি কোন ক্রমে

কত স্বজনের আর্ত চিৎকার কানে হচ্ছে গুঞ্জরিত

সীমান্তের কাঁটা তার পার করতে হয়েছি বাধ্য

প্রার্থনা করি নিরাপত্তা আর নিশ্চিন্ত আশ্রয়।



বাঁচতে চেয়ে কড়া নাড়ছি মানবিক দরজায়

পদদলিত হয়েছে আমাদের মানবিক অধিকার

অপরাধ করে পলায়ন করে আসি নাই

ফিরে পেতে চাই বেঁচে থাকার মৌলিক অধিকার।


মুখে অপরাধের কলঙ্ক লেপে দিতে চেও না

সহ্য করেছি অসহনীয় নিপীড়ন অত্যাচার

ভেবেছি আমাদের সহায় হবে কোন মানবিক মুখ

আশ্রয় না দিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে আর দিও না।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy