আসবে বলে তুমি
আসবে বলে তুমি
আসবে বলে তুমি, আজও বৃষ্টি ভেজা ঘাটে,
পদ্মদীঘির জল, আসমানী রং আঁকে।
আসবে বলে তুমি, ভোরের শান্ত শিশির,
হারাতে চাই আজও, শিউলি ফুলের বুকে।
আসবে বলে তুমি, অভিমানী মেঘ,
চোখের জল ভুলে, হারায় খুশির রোদ্দুরে।
আসবে বলে তুমি, আমার পথ হারানো ডিঙি,
আবার ফেরার স্রোতে ভাসে, দূর সমুদ্দুরে।
আসবে বলে তুমি, হটাৎ চোখের কোনে,
অবাক চোখের জল, ফিরিয়ে আনে প্রাণ।
আসবে বলে তুমি, সবুজ ধানের সারি,
ওই ভাঙা মাটির ঘরে, আবার বাঁধে বাঁচার গান।
আসবে বলে তুমি, আজ সময়ের হিসেবে ভুলে,
বেহিসেবি মন, হঠাৎ খেয়াল স্রোতে, বইছে নতুন খাতে।
আসবে বলে তুমি মাগো, আবার স্মৃতির ধুলো ঝেড়ে,
রেডিওটা উঠলো বেজে, এই "আশ্বিনের শারদপ্রাতে"।