আর্তনাদ
আর্তনাদ
পড়েছি বিপাকে, সাহায্য তোমার চাই গো শক্তিমান;
তুমি ছাড়া আর গতি নাই দেখি,ক্ষুন্ন করোনা মান।
আমরা ছিলাম কর্মপটু, ছিল যে সংস্থান;
মানুষে মানুষে সদ্ভাব ছিল, অন্তরে ছিল প্রাণ।
ঘরেতে মোদের অভাব ছিল না, গোলা ভরা ছিল ধান;
নবান্নের সুখের স্মৃতি হয়নি কো ম্রিয়মান।
বাতাসে ছিল শান্তির ছোঁয়া, গাছের পাতার গান;
ফল ফুলেতে ভরা রইতো বাঞ্ছার বাগান।
প্রভাত কালে ভক্তের দলে করতো সূর্যস্নান,
হিংসা দ্বেষ ছিল না কিছুই, ছিল না অভিমান।
স্বাধীন বিহগে দলে মিলে পেতো আকাশে ওড়ার টান,
একাত্মবোধের দৃঢ় বাঁধনে বিভেদের প্রস্থান।
শেষ হয়ে গেছে সদ্ভাবে থাকা, লুপ্ত ঐকতান,
সব হারিয়ে খুইয়েছি মোরা নিজেদের সম্মান।
অধিকার বোধে বেড়ে হানাহানি, ধ্বংস দৃশ্যমান;
সুখের সাগরে সাঁতার দেবার ইচ্ছেটি ভেঙে খান।
মনেতে ছিল না প্রতিশোধ স্পৃহা,দেয়ালে ছিল না কান;
সৌহার্দ্যের বার্তা শোনাতে অন্তর আনচান।
ভালো কিছু সব শেষ হয়ে গেছে, আর নাই উত্থান;
ফিরিয়ে দিও মানসিকতা, ফিরিয়ে দিও প্রাণ।
পতনের ডাক পেয়েছে সমাজ, হারিয়ে ফেলেছে মান;
বাঁচাও মোদের, জগতের ত্রাতা, সর্বশক্তিমান।
