STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Tragedy Others

4  

Mahfujur Rahaman

Abstract Tragedy Others

আরো এক বছর

আরো এক বছর

1 min
229

আরো একটা বছর পেরিয়ে গেলো

এই চড়াই উৎরাই জীবনে,

রঙিন পাতায় আরো কিছুটা রঙ লাগলো

মাত্র এক বছরের ব্যবধানে।

আরো কিছুটা সময় পেরিয়ে গেলো

নিজেকে গড়ে তুলতে,

পড়ার বইগুলো আরো মোটা হলো 

পিঠের বোঝা বাড়াতে।

আরো একধাপ এগিয়ে গেলাম আমি

বয়সের সংখ্যায় আরো এক যোগ হলো,

আরো যোগ হলো কিছু জটিল নিয়ম 

আর কঠিন কিছু তত্বকথার মতো।

আরো দূরে হারিয়ে গেলো ছেলেবেলা গুলো,

জানি ফিরবে না আর কখনো,

জীবন জুড়ে অনেক অঙ্ক ছড়িয়ে আছে,

যেগুলো কষা বাকি আছে এখনো।

তাই সবশেষে ধন্যবাদ জানাই জীবনকে,

নিজেকে আমায় উপহার দেবার জন্য,

ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে,

পৃথিবীকে অনুভব করানোর জন্য।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract