STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

আর যুদ্ধ নয়

আর যুদ্ধ নয়

1 min
398

Prompt-1

আর যুদ্ধ নয়

মানিক চন্দ্র গোস্বামী


যুদ্ধের দামামা বেজেছে পৃথিবী জুড়ে,

হিংসার আগুনে পৃথিবী যাবে পুড়ে। 

জ্বলে যাবে শস্যকণা, জ্বলবে বনানী,

ধ্বংসলীলায় শেষ হয়ে যাবে শত সহস্র প্রাণী।

প্রাণ হারিয়ে শ্মশান হবে সভ্য শহর, গ্রাম,

ধু ধু মরুর চেহারাতে মুছবে নিবাস, ধাম।

যুদ্ধের সাজে দেশের নেতার আধিপত্যের প্রকাশ,

যুদ্ধ হলো হিংসা-দ্বেষের নির্মম বহিঃপ্রকাশ।

কত মায়ের কোল খালি হবে, কত জন হবে অনাথ,

রাজরাজরার রেষারেষিতে সাধারনে গোনে প্রমাদ।

জনসাধারনে যুদ্ধ চায়না, শান্তির হোক নীড়,

যুদ্ধ ছেড়ে প্রেমের বন্ধনে হোক না পরম বীর।

সহিষ্ণুতার বিবেক জাগুক দেশের অধিপতির,

সৃজনশীলতার উন্মেষ ঘটুক, সৌজন্য নৃপতির।

পৃথিবীটা হোক শিশু প্রজন্মের নির্ভয় আশ্রয়,

বিদ্বেষের আগুন নিভিয়ে হোক নৈতিকতার জয়।



Rate this content
Log in

Similar bengali poem from Classics