STORYMIRROR

Chiranjib Halder

Classics

3  

Chiranjib Halder

Classics

আপনি কি রেগে গেলেন মাদমোয়াজেল।

আপনি কি রেগে গেলেন মাদমোয়াজেল।

1 min
702


হীরের নেকলেসের উপর দৃশ্যত আমার উপুড়-চুপুড় অন্তহীন আঁখিপল্লবে বিভ্রমী মৌতাত নেমে আসছে।

লক্ষ্মীমন্ত পায়ের অপরূপ জলছাপ শুকিয়ে যাওয়ার আগে পাথরের বুকে কেমন হাহাকার লেপে দেয় জানা হয়নি।

আপনি চন্দননগরের অসফল উপনিবেশীয়

ক্লোন থেকে উঠে আসা দৈবীমানবী।

রেগে গেলে মুঠো মুঠো লবণ ঢেলে দেন।

কী জানি আমি জেনে গেলাম কিনা পঞ্চপল্লব

ছাতিম নদের সাথে আপনার ভ্রমর কাহিনী।

অনেকেই বলেন ডুপ্লে সাহেবের প্রতি অপার অনুরক্তি দ্রাবিড় জন্মের ভুল কৌশলের ভেতর

পথ হারিয়ে চন্দননগরের থার্ড লেনের

কোন এক ভাষা শ্রমিকের আঁতুড় ঘরে ঢুকে পড়েছিলেন।

কোন দিন জিজ্ঞেস করতে পারবো না "কোমো ভু আপ্লে ভু"।

তাজপুরের বামনগাজীর থানে সাত মাটির কলসীতে সর্ষে তেল মানত করেছি। 

আপনাকে আজীবন যেন মাদমোয়াজেল বলে ডাকতে পারি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics