STORYMIRROR

AYAN DEY

Classics

2  

AYAN DEY

Classics

আন্দোলনের ইতিহাস

আন্দোলনের ইতিহাস

1 min
552


আমার সুখ যেটুকু যা পাওয়ার পাওয়া শেষ ,

এবার একটু দম বন্ধ হয়ে আসছে ।

কতকাল আনন্দে থাকবো আমরা ?

এবার একটু দুঃখ দাও ,

এবারে একটু কান্না দাও ।

হাসি এবার গলার ফাঁসি মনে হচ্ছে ,

আদরের দোকানটা বেচবো ,

যা দাম দাও কিনে নাও ।

এত কাকুতি মিনতি সত্ত্বেও যদি আঘাত না হানো ,

জীবনে দুঃখের প্রয়োজন যদি না মানো ,

এবারে কিন্তু একজোট হবো আমরা ।

তোমরা ভাবো হাসি আর আনন্দের স্তূপে 

গলা চেপে মারবে , তবে ভুল ;

আমরা আন্দোলনে সামিল হবো ।

তোমাদের প্রিয় উদ্বেগের কুটির ভেঙ্গে

ছিনিয়ে আনবো মুঠো মুঠো দুঃখ ।

স্থিরতা , সুস্থতা ঘুচিয়ে হাতড়ে নেবো অস্থিরতা ;

না দিলে উচ্ছ্বাসের খাদে ঠেলে দেবো ,

উল্লাসের কুঠার প​ড়বে তোমাদের ঘাড়ে ;

তখন দেখি কেমন দুঃখ না দিয়ে ঢাকতে পারো ।

উল্টো বললাম কিছু কি ?

সেটা তোমরাই ভালো বুঝতে পারবে ,

আন্দোলনের ইতিহাস তো তোমাদের একচেটিয়া ,

এবারে ছিঁড়ে দেবো সে ইতিহাস বই

আন্দোলনের চারে , বিদ্রোহের ভারে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics