STORYMIRROR

Moitreyee Ghosh

Classics

3  

Moitreyee Ghosh

Classics

আন্দোলন

আন্দোলন

1 min
481

অভাব যখন মাত্রা ছাড়া

অন্তরটা কেঁদে ওঠে

কষ্টে,

বাঁধন তখন আলগা হয়ে

প্রতিবাদটা জানিয়ে দেয়

স্পষ্টে।

পায়ের তলায় পেসো যারে

সেও জানে যোগ্য জবাব

দিতে,

শক্ত হাত বাড়িয়ে দিয়ে

তৈরি আপন পাওনাটা

নিতে।এ

সুভাষও তো বুঝেছিলেন

মুখের কথায় মেলে না

স্বাধীনতা,

আন্দোলনের পথটি ধরে

একে একে মেটান

অধীনতা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics