আঁধারে আলোক রেখা
আঁধারে আলোক রেখা
মনের কষ্ট আড়াল করে রেখে,
লুকিয়ে রেখেছো অশ্রুকে দুই চোখে।
ইচ্ছে করে কাঁদতে তবু লোক লজ্জার ভয়ে,
মনের ফাঁকা জায়গাটিতে বিঁধে গেছে সংশয়ে ।
নয়নে দৃষ্টি মেলতে বলো,
চারিদিকে দেখো জ্বলছে আলো;
বেদনা তোমার নিজের যেথা
কারো নেই অধিকার,
তোমার ভাবনা প্রদীপের শিখা
কেঁপে যায় বারে বার।
মনের বাতিটা জ্বালিয়ে দেখো
পৃথিবীর যত দুখ ।
একসাথে ভেসে আনন্দ লহরে
বদলাবে গতিমুখ।
বৃষ্টি নামুক ভীষণ জোরে,
স্বপ্ন আসুক ঘুমের ঘোরে,
ভেসে ধুয়ে যাক লুকিয়ে থাকা অভিমানের পালা,
বৃষ্টি কণায় লেখা রয়ে যাক ভালোবাসার জ্বালা।
স্পর্শকাতর দুঃখগুলো শ্রান্ত যখন হবে,
বুঝতে পারবে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে রবে।
জায়গা যখন দিয়েছো মনের ঘরে,
বুঝতে পারোনি সময়ের সংসারে,
একাকিত্ব কাটিয়ে তারে আপন করে নিয়ে,
রাখতে পারোনি মনের বাহিরে হারিয়ে ফেলার ভয়ে।
আগলে রেখেছো বাঁধের মতো জলরাশির লাগাম,
রজনীগন্ধার প্রস্ফুটনে সুবাস নিয়েছো আগাম।
