আঁধার এ মন
আঁধার এ মন
লোডশেডিং চলছে আমার মন জুড়ে,
সমস্ত প্রদীপ গেছে নিভে আমার
মন মন্দিরের।
জীবন জুড়ে নেমে এসেছে নিকষ
কালো আঁধার,
পাগলের মত হয়ে অলোর উৎস খুঁজে
চলেছে আমি এপার থেকে ওপার।
আমি অন্ধকারের অতল গভীরে
যাচ্ছি যেন তলিয়ে,
অলোর পথ পাচ্ছিনা হাতড়ে।
মন আমার গুমরে উঠেছে কেঁদে
এখন হাসতে সে গেছে ভুলে,
মনের বাগান থেকে প্রজাপতি,
ভ্রমর গেছে উড়ে।
মন বাগানের সমস্ত ফুলের পাপড়ি
গেছে ঝড়ে,
হারিয়ে ফেলেছি জীবনের
সমস্ত রঙিন দিন।
তোমাকে ছাড়া জীবন আমার
হয়ে উঠেছে বেরঙিন।
তুমি ছিলে আমার জীবনে উত্তাল
সমুদ্রের ঢেউ,ভোরের স্নিগ্ধ আলো,
তোমার চোখ দিয়ে সমস্ত ভূবনকে
আমার দেখতে লাগে ভালো।
আমার এই শূন্য জীবনে তুমি
আবার এস ফিরে,
তোমার আমার সুখের খেলাঘর
আবার উঠুক ভরে।

