আমি যদি তোর কাছে হতাম
আমি যদি তোর কাছে হতাম


আমি যদি তোর কাছে হতাম,
তোর চশমা হয়ে ভোরের প্রথম আলো দেখতাম।
আমি যদি তোর কাছে হতাম,
বৃষ্টির জল হয়ে পাতা বেয়ে তোর মুখে এসে পড়তাম।
আমি যদি তোর কাছে হতাম,
বিকেলের হাওয়া হয়ে তোর সারাদিনের ক্লান্তি মেটাতাম।
আমি যদি তোর কাছে হতাম,
তোর চিরুনি হয়ে রোজ তোর চুলের জটে ফাঁসতাম।
আমি যদি তোর কাছে হতাম,
তোর কফি মাগ হয়ে তোর ঠোঁট আমি আলতো করে ছুতাম।
আমি যদি তোর কাছে হতাম,
তোর আয়না হয়ে সকাল সন্ধ্যে সারাদিন তোকে দেখতাম।
আমি যদি তোর কাছে হতাম,
তোর কোলবালিশ হয়ে তোকে জাপটে ধরে ঘুমাতাম।
আমি যদি সত্যি তোর কাছে হতাম,
তোর আঙুলের ফাঁকে আঙুল দিয়ে কানে ফিস ফিস করতাম-
"আছি আমি সাথে"