আমি ঠিক , তুমি ভুল
আমি ঠিক , তুমি ভুল
*আমি ঠিক , তুমি ভুল*
তুমি সত্যের পূজারী , সত্য তোমার অঙ্গে অঙ্গে ।
তবে জেনো, আমিও কিছু কিছু ক্ষেত্রে ঠিক ।
হারিয়ে গেছে যা, তা আর ফিরে পাবো না ,
তার হারাতে আর না হয় যেন,
এই পণ করি ।
মাছদের উদ্দাম নৃত্য, বা হাঁসদের কোলাহল স্তব্ধ করে দেয় সময়কে ।
আমি ফিরে তাকাই বার বার পিছে ,
হয়তো তোমার ছায়া আমার পিছে পিছে হাঁটে।
শুকিয়ে যাওয়া বকুল ফুল, আক্ষেপ করে আর অতীতের ,
কারণ সে আজ অস্তিত্বহীন।
তুমি ঠিক , একশো ভাগ ঠিক
তবে জেনো আমিও অনেকটা ঠিক ।
তোমায় ভুল বলবো না ভুলে , কারণ তাহলে আমি হবো সব চেয়ে বড় ফুল ।
আমি বোকা, দায়িত্বজ্ঞানহীন , অবুঝ তবু আমি কখনো কখনো ঠিক ।
