STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

আমি জানিনা তুমি যাও যে কোথায় চলে

আমি জানিনা তুমি যাও যে কোথায় চলে

1 min
339

আমি জানিনা

তুমি যাও যে কোথায় চলে 

কোন সুদূরের অস্তাচলে

যেথায় গেলে যাও যে আমায় ভুলে 


আমার মনের দরজা খুলে

প্রভাত ফেরি গেয়ে 

বসে থাকি অজানা গাঙে

পূব আকাশপানে চেয়ে


বিষন্নতার বাদল এসে

অন্তর দিলো ছেয়ে 

মনকে মোহে লিপ্ত ক’রে

বাসনার ঢেউয়ে দুলিয়ে

আমায় নির্বাসিত রাখে দূরে


তাই’ত ছিলেম আঁধারে ঢাকা

তোমার ডাকে দিইনি সাড়া

সকাল দুপুর গড়িয়ে গেলেও

পাইনে তোমার দেখা 


জানা আছে এইটুকু শুধু

একদা তুমি দেখিবে আমায়

মুখের পানে চেয়ে

তাই যে গো আমি আছি বসে

পূব আকাশপানে চেয়ে


আবেগ প্লাবিনী তরঙ্গিণী

বয়ে যায় সে অনন্তগামী                                                                                                                তোমার মিলন আশায়

প্রেমের সাগরে ডোবার নেশায়


সাজায়ে রেখেছি যত্ন করে

আমার প্রেমের মাল্যখানি 

দিবো অঞ্জলী প্রত্যুষে

সবাই যখন অচেতন ঘুমঘোরে


তোমার যাবার সময় টানি

সন্ধ্যাবেলার ঘন্টাধ্বনী

চমকে দেখি গগন পানে

ঊষার সোনালী চোখে লেগেছে কালি

পশ্চিমেতে মলিন মুখখানি


এখন তুমি নেবে বিদায় 

বিতৃষ্ণ সন্ধ্যায়

তাই কি তোমার মলিন দশা

বিচ্ছেদের এই বেলায়


Rate this content
Log in

Similar bengali poem from Abstract