আমি জানিনা তুমি যাও যে কোথায় চলে
আমি জানিনা তুমি যাও যে কোথায় চলে
আমি জানিনা
তুমি যাও যে কোথায় চলে
কোন সুদূরের অস্তাচলে
যেথায় গেলে যাও যে আমায় ভুলে
আমার মনের দরজা খুলে
প্রভাত ফেরি গেয়ে
বসে থাকি অজানা গাঙে
পূব আকাশপানে চেয়ে
বিষন্নতার বাদল এসে
অন্তর দিলো ছেয়ে
মনকে মোহে লিপ্ত ক’রে
বাসনার ঢেউয়ে দুলিয়ে
আমায় নির্বাসিত রাখে দূরে
তাই’ত ছিলেম আঁধারে ঢাকা
তোমার ডাকে দিইনি সাড়া
সকাল দুপুর গড়িয়ে গেলেও
পাইনে তোমার দেখা
জানা আছে এইটুকু শুধু
একদা তুমি দেখিবে আমায়
মুখের পানে চেয়ে
তাই যে গো আমি আছি বসে
পূব আকাশপানে চেয়ে
আবেগ প্লাবিনী তরঙ্গিণী
বয়ে যায় সে অনন্তগামী তোমার মিলন আশায়
প্রেমের সাগরে ডোবার নেশায়
সাজায়ে রেখেছি যত্ন করে
আমার প্রেমের মাল্যখানি
দিবো অঞ্জলী প্রত্যুষে
সবাই যখন অচেতন ঘুমঘোরে
তোমার যাবার সময় টানি
সন্ধ্যাবেলার ঘন্টাধ্বনী
চমকে দেখি গগন পানে
ঊষার সোনালী চোখে লেগেছে কালি
পশ্চিমেতে মলিন মুখখানি
এখন তুমি নেবে বিদায়
বিতৃষ্ণ সন্ধ্যায়
তাই কি তোমার মলিন দশা
বিচ্ছেদের এই বেলায়
