আমি ভালোবাসি
আমি ভালোবাসি
আমি জানি, তুমি ভালোবাসো তেমন করে
মরুর বুকে যেভাবে তৃষ্ণার্ত খুঁজে পায় কাঙ্ক্ষিত জলের দেখা। আমি জানি, আমি জানি তুমি ভালোবাসো।
কিন্তু আবার ভাবি, যদি আকাশের সবগুলো তারা খসে পড়ে,কিংবা মনে কর সব জল শুকিয়ে গেল, কিন্তু পথিক হারাল না তার পথ।
তারপর…???
তারপরও আমি জানি,আমি জানি তুমি ভালোবাসো তেমন করে,আমি ভালবাসি তোমায় যেমন করে।

