STORYMIRROR

Paula Bhowmik

Action Fantasy Inspirational

2  

Paula Bhowmik

Action Fantasy Inspirational

আমার তোমরা

আমার তোমরা

1 min
77

একটা কথা বলতে চাই, শুধু তোমাকে নয়, 

বলা হয়নি প্রায় কাউকেই বোধ হয়।

আমার ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু, 

হয়েছিলো,প্রায় এক বছর আগে মনে হয়।

কিন্তু জীবনযাত্রার পথ তো আর অতোটা সহজ নয়!

বিছানায় শুয়ে শুয়েই কেটে যায় অনেকটা সময়, 

তারপর ধীরে ধীরে বসতে শেখা, অ আ বলা,

এরপর দাঁড়াতে শেখা, তারপর শুরু হয় হাঁটাচলা।

ভিডিও র ভেতরে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, 

অথবা শেয়ার করার কথা বলা আমার পছন্দ নয়,

তাতে আসল ব্যাপার এর মাধুর্য নষ্ট হয়। 

যা বলতে চাই তা তাই এখানে এভাবেই বললাম।

সকলকে আমার চ্যানেল "আনকাট রুবি" তে

মন খুলে আমন্ত্রণ জানালাম।

শুনে ভালো লাগলে যে লাইক, শেয়ার, কমেন্ট,

আর সাবস্ক্রাইব সকলেই করবে এটুকু বিশ্বাস,

বন্ধুদের প্রতি আমার অবশ্যই আছে।

এতদিন বলিনি বলে চাইছি আমি ক্ষমা,

অঙ্গীকার নিজের কাছে, আর নয় চলা থামা।

সাথে সবাইকে নিয়েই আমি চলতে চাই,

সবার লেখাই যেন পড়তে পাই, 

শুধু করে চলি আমি সময়ের অপেক্ষাটাই ।

না পড়তে পারলে তো বৃথা আমার পরিশ্রমটাই !

 সকলের যাত্রা শুভ হোক এই কামনা ই করি,

 সবার জন্য রইল অসীম ভালোবাসা আমি মনেকরি।

 যাদের বয়েস হয়েছে তারা নিজেদের যত্ন নিও,

 একজনকেও হারাতে চাইনা, তাতে ক্ষতি অপুরনীয়। 


Rate this content
Log in

Similar bengali poem from Action