আমার স্কুল
আমার স্কুল


ছোটো ছোটো পায়ে ওরা থমকে দাঁড়ায় ,
জীবন মিছিল ওদের দুহাত বাড়ায় ।
খেলার বয়স বুঝি ওদের হবে এবার শেষ ,
তবু নতুন বন্ধুর খোঁজে নতুন জীবন বেশ ।
আকাশি জামা আর ডিপ ব্লু প্যান্ট পরে ,
সোনা ছেলেগুলো স্কুলে গিয়ে বসে পড়ে ।
বুকের উপর ঝুলছে বাইবেল , পদ্ম ওলা ব্যাচ ,
ওই খুলে পড়ে মাঠে দৌড়ে ধরতে গিয়ে ক্যাচ ।
ক্রমে ওরা বেড়ে ওঠে সময়ের নিয়ম মেনে ,
নিয়মানুবর্তিতায় তাই পেন্সিল বদলায় পেনে ।
জমা হয় জ্যামিতি বাক্সের বন্ধুগুলো একে একে ,
স্যাররা আদর করেন আবার টানেন কানটাকে ।
টিফিনে চলা এক্সাম বোর্ডে কাগজবলের খেলা ,
কখনও নুড়ি নিয়ে ছুটেই কেটে যেত কতবেলা !
ওরা আরও বেড়ে ওঠে খুংসুটির মাপে মাপ ,
ইতিমধ্যেই বোর্ড কড়া নাড়ে , প্রথম বড় ধাপ ।
কেউ তখনই আলাদা হয়ে যায় অন্য স্কুলে ,
কেউ দুটো বছর আরও রয়ে যায় এক স্কুলে ।
এ নিছক নয় গো আমার শুধু গল্প জেনো ,
ছেলেদের বদলে মেয়েদেরও একই গল্প মেনো ।
আমি শুধু আমার স্মৃতির দাঁড় টেনে দিলাম পাড়ি ,
মনে করলাম সেই আমার স্কটিশ বড় ছোট দুই বাড়ি ।